আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে এক বিউটিশিয়ানকে একাধিকবার ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী তরুণী। এঘটনায় বিয়ে এবং স্ত্রীর স্বীকৃতি পাওয়ার দাবিতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আজ আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই বিউটিশিয়ান।
ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের সুবাদে একই এলাকার বখাটে হাসিব আহমেদের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে হাসিব ওই বিউটিশিয়ানকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। ভুক্তভোগী ওই বিউটিশিয়ান বিয়ের জন্য চাপ দিলে সে বিভিন্ন সময়ে নিজের প্রয়োজনের কথা বলে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এছাড়া মোটরসাইকেল কেনার জন্য দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে ওই বখাটে হাসিব।
এসময় ভুক্তভোগী বিউটিশিয়ান চাঁদা না দিয়ে স্ত্রীর স্বীকৃতি প্রদানের দাবি জানান। তবে হাসিব তার মোবাইলে ধারণ করা মেলামেশার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়। একপর্যায়ে বিষয়টি হাসিব ও তার পরিবারের সদস্যরা রাজি না হয়ে উল্টো তাকে হত্যা ও এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়েছে। জানা যায়, অভিযোগ দায়ের পর থেকে অভিযুক্ত হাসিব আহমেদ গা ঢাকা দিয়েছে।
আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, ধর্ষণের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া অভিযুক্ত যুবককে আটক করে ভিডিও উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার