লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের পাটগ্রাম রেল স্টেশন প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। মৃত তমিজ উদ্দিন হাতীবান্ধা উপজেলার বন্দর এলাকার বাসিন্দা। তিনি হাতীবান্ধা বন্দরে ক্ষুদ্র ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাড়ি ফেরার জন্য বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া আন্তঃনগর ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে রেললাইনে পড়ে যান তমিজ উদ্দিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার