দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের নবাবগঞ্জে অজ্ঞাত (২৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কে নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর নামকস্থানে সড়কের উপর থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে থাকা ওই লাশটি উদ্ধার করা হয়।
তাকে কেউ হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে নাকি সে দুর্ঘটনায় নিহত হয়েছেন সে ব্যাপারে স্পষ্ট করে কেউ কিছু জানাতে পারেনি। হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ থেতলিয়ে যাওয়া ওই লাশটি এলাকার কেউ সনাক্ত করতেও পারেনি। তার পরনে চেক লুঙ্গি ও লাল জ্যাকেট ছিল বলে পুলিশ জানায়।
নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুল হাকিম আজাদ জানান, এলাকাবাসীর নিকট থেকে সংবাদ পেয়ে তারা লাশটি উদ্ধার করে এবং তার প্রকৃত মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার