হাতিয়ায় সংষব্ধ সন্ত্রাসীদের হাতে নিহত জেসমিন হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও খুনিদের শাস্তির দাবিতে আজ আন্তর্জাতিক নারী দিবসে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অতুষ্ঠিত হয়। আমরা হাতিয়াবাসীর উদ্যেগে অনুষ্ঠিত সভার বক্তারা অবিলম্বে জেসমিন হত্যার বিচার চিহিৃত খুনিদের গ্রেফতার হাতিয়ার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনজীবনের নিরাপত্তা বিধানের দাবি জানান।
হাতিয়ায় আলা উদ্দিন বাহিনীর দীর্ঘদিনের যাবত গ্রমের রাজত্ব কায়েম করে রেখেছে। এই বাহিনীর নাজিম কমান্ডার, সালা উদ্দিন, সুজন বহু মামলার এজাহারভূক্ত আসামি হওয়ার পর ও পুলিশ এদের গ্রেপ্তার করছে না। বক্তারা পুলিশের রহস্যজনক ভূমিকায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, আনোয়ার হোসেন, বেলাল বাঙ্গালী, আওমী লীগ নেতা ফিরোজ মাহমুদ বাপ্পী। নিহতের স্বামী কবির উদ্দিন ও ভাই কাজী দুলাল মেয়ে পিংকি বেগম।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ শে জুলাই গভীর রাতে হাতিয়ার সুখচর ইউনিয়নের চর আমান উল্যা গ্রামে চিহিৃত সন্ত্রসীর পাশবিক নির্যাতনের পর নিরীহ গৃহবধূ জেসমিনকে গলা কেটে হত্যা করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার