মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি সোনারং পাইলট হাইস্কুলে জাতীয় সংগীত পরিবেশনে বিজিত চারটি স্কুলের শিক্ষার্থীদেরকে নিজ তহবিল থেকে নগদ এক লক্ষ দশ হাজার টাকা পুরস্কার দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম।
মহান ২৬ মার্চকে সামনে রেখে জেলার টঙ্গিবাড়ি উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২টি দলের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার সকাল ১০টায় সোনারং পাইলট উচ্চবিদ্যালয়ে ব্যতিক্রমী এ আয়োজনে ১৭টি উচ্চবিদ্যালয় ও ৫টি দাখিল মাদ্রাসার প্রতিটি প্রতিষ্ঠানের ৬জন শিক্ষার্থীর ১টি দল করে ২২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
সোনরং পাইলট উচ্চবিদ্যালয়েরে প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহাবুবে আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: সেলিম
মোড়ল, টঙ্গিবাড়ি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন, কলমার ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা স্বপন মাজি, আলী হোনে মতু, উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ ও অভিভাবক, সুধিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ প্রতিযোগিতায় ১ম স্থান যৌথ ভাবে লাভ করে স্বর্ণগ্রাম উচ্চবিদ্যালয় ও বেতকা উচ্চবিদ্যালয়ের শিক্ষর্থীরা পেয়েছে ত্রিশ হাজার টাকা করে। ২য় স্থান লাভ করে টঙ্গিবাড়ি মহিলা উচ্চবিদ্যালিয় পেয়েছে ত্রিশ হাজার টাকা এবং ৩য় স্থান লাভ করে পুড়া ডিসি উচ্চবিদ্যালয় পেয়েছে বিশ হাজার টাকা।
অংশগ্রহণকারী প্রতিটি বিদ্যালয়ের শিক্ষর্থীদেরকে নগদ এক হাজার টাকা ও প্রতিযোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
এ ছাড়াও ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীতসহ সংগীত চর্চার জন্য অ্যাটর্নি জেনারেলের নিজ তহবিল থেকে একটি করে হারমনিয়াম ও এক জোড়া তবলা প্রদানের আশ্বাস প্রদান করেন। এবং আগামী সংসদ নির্বাচনে তিনি নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন