ময়মনসিংহের ভালুকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক জন নিহত হয়েছেন। জানা যায়, ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি ৬ তলা ভবনের ৩ তলায় এ বিস্ফোরণে আরো দু’জন অগ্নিদগ্ধ হয়েছেন।
শনিবার রাতের এ ঘটনায় আহতদের উদ্ধার করে বাড়িটির চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ওই ভবনের ৩ তলার দেয়াল ভেঙে পড়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার