ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি ৬ তলা ভবনের ৩ তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনার সূত্রপাত খুঁজছে পুলিশ। একই সঙ্গে ভবনের ভেতরে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থী ছিলেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে পুরো ভবনটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।
এর আগে রাত ১ টার দিকে ওই ভবনটিতে বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হন। পুলিশ জানায়, নিহতের নাম তৌহিদ, এছাড়া মারাত্বক দগ্ধ হয়েছেন শাহিন, হাফিজ (নঁওগা) ও দিপ্ত সরকার (ঝিনাইদহ)। এদের মধ্যে শাহিনকে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
এদিকে, এ বিস্ফোরণের খবরে বাড়িটির চারপাশ ঘিরে রেখেছে পুলিশ।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৮/হিমেল