নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মাঝে তুষার (৩০) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সুলতানা কামাল সেতু এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
তুষার রাজধানীর পূর্ব ধোলাইপাড় এলাকার নাসির উদ্দিনের ছেলে। তিনি একজন জুতা ব্যবসায়ী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, তারাব বাজার এলাকার সুলতানা কামাল সেতু এলাকার শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখান থেকে ওই মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি তুষারের বলে শনাক্ত করেন।
উল্লেখ্য, রাজধানীর ডেমরা থেকে ১৪ জনের একদল যুবক একটি নৌকা ভাড়া নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে যায়। শুক্রবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর মাঝপথের দিকে গেলে একটি বালুবাহী বাল্কহেড পেছন থেকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাতে থাকা মাঝিসহ ১৫ জনের মধ্যে ১০ জন সাঁতার কেটে তীরে আসতে পারলেও অপর পাঁচ জন নিখোঁজ হন।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৮/হিমেল