পাবনার সদর উপজেলার কোলাদী গ্রামে এক ব্যাক্তিকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার ভোর রাতে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ (৫৫) সদরের ভাড়ারা ইউনিয়নের কোলাদী গ্রামের মৃত ওয়াহেদ আলী বিশ্বাসের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জালাল উদ্দিন বলেন, রবিবার সকালে নিহত আব্দুর রশিদের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।
পুলিশ আরও জানান, ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত ধারালো একটি বটি উদ্ধার করা হয়েছে। রবিবার ভোর রাতে তাকে বটি দিয়ে গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে সন্ত্রাসীরা। তবে কারা, কোন উদ্দেশ্যে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।
বিডি প্রতিদিন/২৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ