খুলনার রূপসায় ধানক্ষেতে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সালেহ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রূপসার চর আলাইপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইদুরের উৎপাত থেকে রক্ষা পেতে প্রতিরাতে আবু সালেহ নিজের ধানক্ষেতে ফাঁদ পেতে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতো। রবিবার সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে ফাঁদের কাছে যেতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশেপাশের লোকজন উদ্ধার করে রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর