সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি জামায়াত নেতা ইমান আলী সরদাকে(৬০)গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ। ইমান আলী উপজেলার রায়টা গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে।
অপরদিকে ওয়ারেন্টভুক্ত আসামি ইউছুপ (২২) ও রায়হানকে (১৯) গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ।
ইউছুপ উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত এলাহি মুন্সির ছেলে ও রায়হান নাথপুর গ্রামের শাহাজাহানের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন