মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের দোরগোরায় পৌঁছে দিতে কাজ করছে যুদ্ধ দলিল প্রকল্পের স্বেচ্ছাসেবিরা।
২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির লক্ষ্যে পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহল গারাতিতে রবিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসায় বিনামূল্যে গণহত্যার দলিল পত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে একটি আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিলুপ্ত ছিটমহলের সাবেক চেয়ারম্যান মফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এ্যাড: সাইফুর রহমান প্রধান, যুদ্ধ দলিলের পঞ্চগড় জেলার সমন্বয়ক নুসরাত শারমিন প্রমুখ।
এসময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন