লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে পেটানোর অভিযোগে দায়েরকৃত মামলার আসামি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ দুপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসামি সাঈদ মুরাদ (৩৩) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
জানা গেছে, গত ৭ মার্চ রাতে মাদকসহ একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশে সোপর্দ করেন উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম বাবু (২৮)। কিন্তু ওই মোটরসাইকেলটি পুলিশে না দিয়ে বিক্রি করার প্রস্তাব দেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ মুরাদ। এ প্রস্তাব না মানায় ক্ষিপ্ত হয়ে মুরাদ গত বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে মাঈদুল ইসলামকে পিটিয়ে গুরুতর জখম করে মুরাদ। ঘটনার পরদিন মাঈদুল ইসলাম বাদী হয়ে মুরাদসহ দুই জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় আজ দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে মুরাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার