চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরো দেশ বিদ্যুতের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।
রবিবার লক্ষ্মীপুরের কল্যাণপুর গ্রামে বাতি জ্বালিয়ে বিদ্যুৎ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা বলেন। এদিন, কল্যাণপুর গ্রামের ১১৬টি পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ বেকার থাকে না। ঘরে ঘরে শিক্ষিত বাড়ে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরো দেশ বিদ্যুতের আওতায় আনা হবে। এ কারণে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুজ্জামান, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবীর প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৮/মাহবুব