বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকাসক্ত ছেলেকে থানায় দিলেন বাবা। এ ঘটনায় তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপচাঁচিয়া উপজেলার হেরুঞ্জ দক্ষিণ পাড়া গ্রামের আনোয়ার হোসেন তার মাদকাসক্ত ছেলে ওয়াদুদ হোসেনকে (২১) থানায় সোপর্দ করে।
পুলিশ তাকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও শাহেদ পারভেজের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে।
বগুড়ার দুপচাঁচিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ দন্ডপ্রাপ্ত ওয়াদুদ হোসেনকে আজ বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার