পীর ও মাজারের প্রতি সাধারণ মানুষের দুর্বলতাকে পুঁজি করে নাটোরের সিংড়ায় মেলা আর ওরশের নামে চলছে মাদক আর জুয়ার রমরমা ব্যবসা। এছাড়া ঝাড়ফুঁক ও মানতে রোগ ভালো হওয়ার অপপ্রচার চালিয়ে মাজারে আসা ভক্তদের নানা ভাবে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে।
অপরদিকে, মেলায় উন্মুক্তভাবে হাতের কাছে মাদক পেয়ে উঠতি বয়সের যুবকরা হচ্ছেন পথভ্রষ্ট। প্রশাসনের সামনেই এমন নানা অপকর্ম চললেও অজ্ঞাত কারণে নির্বিকার তারা। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে চিকিৎসার নামে এমন অপতৎরতা বন্ধ করা প্রয়োজন। সমাজের সচেতন ব্যক্তিরা মনে করেন বাংলার সংস্কৃতির ধারক মেলাকে বাঁচাতে মাদক জুয়া বন্ধে এখনই কার্যকরী পদক্ষেপ দরকার।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মেলায় চলাফেরার সুযোগ করে দিতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে মেলার ঐতিহ্য ধরে রাখতে মাদক আর জুয়া বন্ধে এখনই মেলা কর্তৃপক্ষ ও প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিডি প্রতিদিন/এ মজুমদার