ঝিনাইদহের হরিনাকুন্ডুতে কৃষক আব্দুর রশিদ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে দুই আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড দিয়েছেন।
এসময় মামলার অন্য ২ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। আজ ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ রায় দেন।
যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন নান্নু মিয়া ও শাহিন মিয়া। খালাস পেয়েছেন মফিজুল ইসলাম ও কামাল হোসেন। এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর এ্যাড. ইসমাইল হোসেন। আসামি পক্ষে ছিলেন কাজী আনোয়ারুল ইসলাম ও আলী আকবর বেলায়েতী।
উল্লেখ্য, ২০১২ সালের মে মাসের ১৯ তারিখে হরিনাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আমিরুল ইসলামের বাড়ির সেফটিক ট্যাংক থেকে একই উপজেলার সুরা গ্রামের জাহের আলীর ছেলে কৃষক আব্দুর রশিদের লাশ উদ্ধার পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার