পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সরকার জনকল্যাণে কাজ করছে। বর্তমানে দেশে দু'টি মডেল। একটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও দেশপ্রেম এবং অপরটি বেগম খালেদা জিয়ার চুরির মডেল।
আজ চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়িতে নব-নির্মিত ব্রীজের ফলক উন্মোচন শেষে বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এসময় ১ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্রীজের ফলক উন্মোচন করা হয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। এজন্য উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে দেশের জনগণকে পুনরায় আওয়ামী লীগকে ভোট দিতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশ প্রেমের মডেলই তাকে বিশ্ব নেতৃত্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।
ঈসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মিসেস শাহিন আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায় প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার