‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ স্লোগানে বরিশালে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে। আজ সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান।
পরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুর্নীতি প্রতিরোধের দাবীতে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং বিভাগীয় ও জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায়সদর রোডে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপিতত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান বলেন, সর্বস্থরে দুর্নীতি প্রতিরোধ করতে পাড়লে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। তিনি নৈতিক জ্ঞান চর্চার মাধ্যমে সরকারী-বেসরকারী সকল কর্মকর্তা-কর্মচারী সহ সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ থেকে দুর্নীতি নির্মুল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া, বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল কালাম তালুকদার, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন প্রমুখ।
পরে অশ্বিনী কুমার হলে রাবেয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নরু“ল আলম, অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া, দুদক পরিচালক মো. আবু সাঈদ, সমাজ সেবক জীবন কৃষ্ণ দে ও অধ্যাপক গাজী জাহিদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সরকারী সাধ্যমিক বালিক বিদ্যালয়, সরকারী জিলা স্কুল ও সরকারী মডেল স্কুুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এছাড়াও বরিশাল দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার