দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে খুলনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী শেখ আশরাফ উজ জামান।
এতে প্রধান অতিথি ছিলেন দুদকের খুলনা বিভাগীয় পরিচালক ড. মো. আবুল আহসান।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। এভাবে দুর্নীতি চলতে থাকলে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে। এ কারণে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিকে প্রতিরোধ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. মনিরুজ্জামান রহিমের পরিচালনায় বক্তৃতা করেন, দুদক খুলনার উপ-পরিচালক আবুল হোসেন, সহকারি পরিচালক নাজমুল হুসাইন, নীল কমল পাল, মো. ফয়সাল কাদের, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবু জাফর, এসএম দাউদ আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার