একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজার জেলার রাজনগরের ৪ জনের বিষয়ে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে।
যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায়ের জন্য মামলাটি অপেক্ষমান (সিএভি) রেখে আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আসামিরা হলেন মো. আকমল আলী তালুকদার (৭৬), আব্দুন নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), মো. আনিছ মিয়া (৭৬) ও মো. আব্দুল মোছাব্বির মিয়া(৬৪)। এদের মধ্যে আকমল ছাড়া বাকি তিনজন পলাতক।
মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, মরদেহ গুম, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। গত বছরের ৭ মে এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছিলেন ট্রাইব্যুনাল।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/মাহবুব