বিশ্ব পানি দিবস উপলক্ষে বরিশালে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ৯টায় নগরীর সার্কিট হাউজ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সভাকক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক, অতিরিক্ত পুলিশ সুপারে মো. হুমায়ুন কবির, উন্নয়ন সংগঠন কাজী জাহাঙ্গীর কবির, রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার