শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি সমর্থন করি। দেশ ও জাতি গঠনে শিক্ষকগণ জোরালো ভূমিকা রাখছেন। তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকার ভাবছে। আজ জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা বলেন।
জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আহসানুল হক মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিমুক্ত দেশ গড়তে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা শিক্ষা দিয়ে তাদের আদর্শ নাগরিকে গড়ে তুলতে হবে। শিক্ষকগণ হলেন সোনার বাংলা গড়ার কারিগর। শিক্ষকদের আকাংখা পূরণে সরকার আন্তরিক রয়েছে।
দিনাজপুর জেলা শিক্ষক সমিতির আয়োজনে শিশু একাডেমি অডিটরিয়ামে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার মো. হামিদুল আলম, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর ছিদ্দিক। শিক্ষাবোর্ডের সচিব মো. আমিনুল হক সরকার, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুম হাসান, সহ-সভাপতি বজলার রহমান মিয়া, সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আবু বকর ছিদ্দিক প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সম্পাদক মো. মাতলুবুল মামুন। পরে কাউন্সিলে অধ্যক্ষ আহসানুল হক মুকুল সভাপতি ও মো. মাতলুবুল মামুন সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হন।
বিডি প্রতিদিন/এ মজুমদার