নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাড়ি সংলগ্ন ডোবার পানিতে ডুবে মেহেদী হাসান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শরিষাহাট গ্রামে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান শরিষাহাট গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে এবং ওই গ্রামের ব্রাক স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী পরিবারের বরাত দিয়ে জানান, মেহেদী হাসান সকাল সাড়ে ১১টার দিকে স্কুল থেকে ফেরার পর দুপুরের দিকে বাড়ি সংলগ্ন ডোবায় মগ নিয়ে গোসল করতে যায়। এসময় অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে গিয়ে ডুবে যায় মেহেদী হাসান। পরে পরিবারের লোকেরা সন্ধান করতে গেলে ডোবায় মেহেদী হাসানের ভাসমান মরদেহ দেখতে পান।
বিডি প্রতিদিন/এ মজুমদার