আগামী বৃহস্পতিবার নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শেষ মুহূর্তের গণসংযোগ ও ওঠান বৈঠক করে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় বাড়তি সুবিধা পাচ্ছে বিএনপি দলীয় প্রার্থী। তবে নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রার্থীরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া হোসেন নাজির মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। এরই প্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দুলালপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। দুলালপুর ইউনিয়নের মোট ভোটার ২৫ হাজার ১৮১ জন। এদের মধ্যে নারী ভোটার ১৩ হাজার ৪ এবং পুরুষ ভোটার ১২ হাজার ১৭৭ জন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ইউনিয়নের হাট-বাজার সরগম হচ্ছে। পৌরসভা জুড়ে চলছে মাইকিং ও চায়ের দোকানগুলোতে বইছে নির্বাচনী আলোচনার ঝড়।
নিবাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের দলীয় প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম বেগম মুক্তা (নৌকা), বিএনপির প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক মোল্লা শামীম (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেরাজুল হক মেরাজ (আনারস), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আলমগীর হোসেন আলম (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম স্বপন (রজনীগন্ধা)।
ভোটাররা বলছেন, সৎ, শিক্ষিত ও যোগ্যতার পাশাপাশি ইউনিয়নের উন্নয়নসহ সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবে এমন প্রার্থীকেই বিজয়ী করতে চান তারা। পাশাপাশি সুষ্ঠু পরিবেশে নিজেদের ভোটাধিকারের নিশ্চয়তার দাবি প্রশাসনের প্রতি।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে চ্যালেঞ্জে ফেলবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেরাজুল হক মেরাজ। আর তাতে ভোটের মাঠে ফায়দা লুটার অপেক্ষায় প্রহর গুণছে বিএনপির প্রার্থী মাহফুজুল হক মোল্লা শামীম। তবে নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রার্থীরা।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেরাজুল হক মেরাজ বলেন, আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের ভোটে আমি এগিয়ে থাকলেও অদৃশ্য কারণে আমাকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। তাই ক্ষুব্ধ তৃণমূল আওয়ামী লীগ আমাকে চেয়ারম্যান পদে প্রার্থী করিয়েছেন। নির্বাচনে আমার জনপ্রিয়তার দেখে তারা পছন্দের লোকদের কেন্দ্রের রিটানিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে বহিরাগত দিয়ে কেন্দ্র দখল করে নিতে পারে বলে আমি আশংকা করছি।
বিএনপির প্রার্থী মাহফুজুল হক মোল্লা শামীম বলেন, আওয়ামী লীগের প্রার্থীর মাঠ পর্যায়ের পদচারণা কম। এই নীরবতা আমাকে উদ্বিগ্ন করে তুলছে। এতে সুষ্ঠু নির্বাচন হবে কি না তা নিয়ে আমরা উদ্বিগ্ন।
তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী মরিয়ম বেগম মুক্তা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিবে দুলালপুরবাসী। মূলত আমার জনপ্রিয়তায় ঈষান্বিত হয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভিত্তিহীন অভিযোগ আনছে।
দুলালপুর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল বলেন, ১৩টি কেন্দ্রের ৭৬টি বুথ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবে ভোটাররা। নির্বাচনে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এক জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/মাহবুব