বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফের নাফ নদীতে মঙ্গলবার বাংলাদেশ বিজিবি-মিয়ানমার বিজিপি পর্যায়ে যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের মধ্যে এটি চতুর্থবারের মতো যৌথ টহল।
সূত্রে জানা যায়, এই যৌথ টহল কয়েকদিন পর পর চলবে। এর ফলে দুই দেশের মধ্যে সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। টেকনাফ-২ বর্ডার গার্ড বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিট হতে ১১টা ২০ মিনিট পর্যন্ত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনে হৃীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বিআরএম-১১ হতে বিআরএম-১৫ পর্যন্ত প্রতিপক্ষ বিজিপি’র সাথে একটি যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। টহলে বিজিবি এর পক্ষে সুবেদার মো. আতাউর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল ২টি স্পিড বোটযোগে এবং মিয়ানমার বিজিপি পক্ষে ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্র্যাঞ্চের নাককুরা ক্যাম্পের ইনচার্জ থুন থুনের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল ২টি গান বোটযোগে টহল দেন।
টহল শেষে উভয়পক্ষের কমান্ডার ও টহল সদস্যগণ সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন।
এর আগে, চলতি বছরের ৫ মার্চ, ১৪ মার্চ এবং ২০ মার্চ এই ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি, টেকনাফ বিওপি এবং দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপি এর সাথে ৩টি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল’।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/মাহবুব