ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ছোট কাশর গ্রামে বিরোধপূর্ণ জমি দখল করাকে কেন্দ্র করে নারীসহ উভয় পক্ষের কম পক্ষে ১৬ জন আহত হয়েছে।
এর মাঝে ৮ জন কে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার কাশর মৌজার ৩৪৮ ও ৩৬৭ নং দাগে ২১ শতাংশ জমি নিয়ে হেলাল গং ও আজিজুল গংদের মাঝে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন মঙ্গলবার দুপুরে ওই জমিতে এক পক্ষ ঘর নির্মাণ করতে গেলে অন্যরা বাধা দেয়। এসময় উভয় পক্ষের মাঝে রক্তক্ষয়ি সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আজিজুল হক (৪৫), নজরুল ইসলাম (২০), হেলাল উদ্দিন (৩৬), রাব্বি (১৩), চাঁন মিয়া (৬৪), মোর্শেদা (৫০), রোকেয়া (৪৫), রাজিয়া (৪০), আছিয়া (৪০), রহিমা (২২), রোকেয়া (৩০), রাসেল (১৫), রাবিয়া (৪০), রুবিনা (২৮), আবুল হাশেম (৫৫), সেলিম (২২), সানজিদা (৩৫) সহ ১৬ জন আহত হয়।
আহতদের মাঝে ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/ ই জাহান