চাকরির কথা বলে টাকা হাতিয়ে নেয়ায় অভিযোগে হাফিজুর রহমান জিহাদ নামের এক ভুয়া যুগ্ন সচিবকে আটক করেছে নেত্রকোনার সিআইডি পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় তাকে বরগুনার আমতলী এলাকা থেকে আটক করা হয়।
নেত্রকোন মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরগুনা জেলার হাফিজুর রহমান জিহাদ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিয়ে করেন। এই সুবাদে তিনি যুগ্ম সচিব পরিচয়ে বিভিন্ন এলাকায় পুলিশের কনস্টেবল পদসহ অন্যান্য সরকারী চাকরি দেয়ার নাম করে মানুষকে প্রতারণা করে আসছিল। এরই ধারাবাহিকতায় জিহাদের ফুফাতে শ্যালক নাজমুল ইসলাম টুটুল বাদী হয়ে বিভিন্ন মানুষকে প্রতারণা করে প্রায় ২০ লক্ষ নগদ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এনে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন। গত ২৩ মার্চ মামলাটি রুজু হয়। মামলার প্রেক্ষিতে নেত্রকোনা সিআইডি পুলিশের সাব-ইন্সপেক্টর পিতিশ চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তাকে বরগুনার আমতলী থেকে আটক করে নিয়ে আসে।
ওসি আরো জানান, এমন প্রতারণার মাধ্যমে বিভিন্ন জায়গায় একাধিক বিয়েও করে আসছিল জিহাদ।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/মাহবুব