নাটোর শহরের ব্যস্ততম বাণিজ্যক এলাকা কেন্দ্রীয় মসজিদের সামনে প্রকাশ্যে সাইফুল ইসলাম রিপন (৩০) ওরফে কানা রিপন নামে এক যুবক সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে।
মঙ্গলবার রাত আনুমানিক ১০ টায় এ ঘটনা ঘটে । নিহত রিপন শহরের কানাইখালী চালপট্রি এলাকার আবু সাঈদের একমাত্র ছেলে। হত্যার সঠিক কারণ জানা যায়নি।
জানা যায়, মঙ্গলবার রাতে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে দাঁড়িয়েছিল সাইফুল ইসলাম রিপন। এ সময় অজ্ঞাতনামা ৩/৪ জন সন্ত্রাসী রিপনের দুই পায়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতালে নেওয়ার সময় সে মারা যায়।
নাটোর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান , অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রিপনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর