ময়মনসিংহের গৌরীপুর থানার এসআই মো. আসাদুজ্জামানকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা করেছে উজ্জল মিয়া নামে এক মাদকসেবী।
মঙ্গলবার রাত ১২টার দিকে পৌর শহরের জেলখানা মোড়ে মাদকবিরোধী অভিযান ও নিয়মিত টহল দেয়ার সময় পিছন দিক থেকে মাদকসেবী উজ্জ্বল সেই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশংকাজনক অবস্থায় এসআই মো. আসাদুজ্জামানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেই পুলিশ কর্মকর্তার অস্ত্রোপচার হয়
এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এসএ নেওয়াজী, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাখের হোসেন সিদ্দিকী।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর