পাবনার সাঁথিয়া উপজেলায় ক্ষেতের পিঁয়াজ তোলাকে কেন্দ্র করে সাধনা (৫) নামে এক শিশুকে তার বাবার সামনেই পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার পাবনার সাঁথিয়ার ঘুঘুদহ মাঠে এ ঘটনা ঘটে। সাধনা উপজেলার ঘূঘূদহ গ্রামের রতন ফকিরের মেয়ে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে সাধনার বাবা রতন ফকির বাড়ির পাশের জমিতে পিঁয়াজ তুলতে যায়। এ সময় একই গ্রামের ইমান ও তার ছেলেরা পিঁয়াজের ক্ষেতে গিয়ে রতনের সঙ্গে হাতাহাতি শুরু করে। পরে রতন চিৎকার দিলে বাড়ির লোকজন এগিয়ে গেলে তাদেরকেও ধাওয়া করা হয়। এ সময় রতনের ছোট্ট মেয়ে সাধনা ভয় পেয়ে বাবা রতনের কাছে আশ্রয় নিলে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যায় সাধনা।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/হিমেল