ময়মনসিংহের গৌরীপুরে আসাদুজ্জামান আসাদ (৪০) নামের এক এসআইকে ছুরিকাঘাত করেছে উজ্জল নামের এক মাদক বিক্রেতা। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পুরাতন জেল খানা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই এসআই ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, উজ্জ্বলসহ বেশ কয়েকজন মাদক কেনা-বেচা ও সেবন করছে এমন খবর শুনে এসআই আসাদ ঘটনাস্থলে গিয়ে তাদের ধরতে যায়। এসময় মাদক বিক্রেতা উজ্জ্বল পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, এখনো এসআই উজ্জ্বল আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছে। এবিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/হিমেল