চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানিকগঞ্জে ঢিলেঢালাভাবে পরিবহন ধর্মঘট চলছে। গাবতলী বাস-মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার এ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার উদ্দেশে দূরপাল্লার কোনো পরিবহন চলতে দেখা যায়নি। তবে স্বাভাবিক রয়েছে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার এবং লোকাল বাস চলাচল।
মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটোট্যাম্পু ওনার্স গ্রুপ নামের দুটি সংগঠনের মধ্যে টার্মিনাল দখল নিয়ে গত কয়েক মাস ধরে দ্বন্দ্ব চলে আসছে। দুই পক্ষই নিজেদের বৈধ কমিটি বলে দাবি করছে। এরই জের ধরে একপক্ষ গাবতলী বাস-মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে সমন্বয় করে এই অবরোধের ডাক দেয়। তবে মানিকগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো এই ধর্মঘটের বিরোধিতা করে।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/হিমেল