বরগুনার পাথরঘাটায় এক্সকাভেটর যন্ত্রের (ভেকু মেশিন) নিচে চাপা পড়ে ১৩ মাসের শিশু আবদুল্লাহর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপদোন গ্রামের ওয়াপদার উপরে এ ঘটনা ঘটে। আবদুল্লাহ একই গ্রামের নজরুল ইসলাম শিকদারের ছেলে।
কালমেঘা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোস্তফা জানান, কালমেঘায় তমা কনস্ট্রাকশন দীর্ঘদিন ধরে বেড়িবাধের কাজ করছে। ওই বাঁধের কাজে ভেকু মেশিন ওয়াপদা দিয়ে যাওয়ার পথে পাশেই বসতঘর থেকে ১৩ মাসের শিশুটি হামাগুরি দিয়ে ওয়াপদায় ওঠার সময় ভেকু মেশিনের নিচে পিষ্ট হয়ে মারা যায়। পরে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি থানায় নিয়ে আসে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহম্মেদ বলেন, মরদেহটি ঘটনাস্থল থেকে বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
এর আগে ২০১৭ সালের ২২ ডিসেম্বর ভেকুর রশিতে বেধে পা হারায় এক বালু শ্রমিক।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৮/হিমেল