বগুড়া শহরের ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালী এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার দুপুরে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএস মোর্শেদ হাসান ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
র্যাব সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে দুপচাঁচিয়া উপজেলার আলোহালি পদ্মপুকুর এলাকায় জনৈক সুলতানকে ছোরা দিয়ে গলা ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ছিনতাই হয়ে যাওয়া মোটরসাইকেল ও দু’টি ছোরা।
আটকরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালি গ্রামের আলিম উদ্দিন প্রামাণিকের ছেলে উজ্জল হোসেন ওরফে সেলিম (৩০), আফতাব আলী প্রামাণিকের ছেলে এমদাদুল হক ওরফে হৃদয় (২৫), হেলাল উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ওরফে শুভ ওরফে রনি ও একই উপজেলার পশ্চিম বড়াই গ্রামের সিরাজের ছেলে শাহিন (২২)।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৮/ওয়াসিফ