বগুড়ায় অভিযান চালিয়ে মোটরসাইকেল ছিনতাইকারি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। আজ দুপুরে বগুড়া র্যাব-১২ ক্যাম্পে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান জানান, গ্রেফতারকৃত ৪ জনকে আজ রবিবার সদর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহলি গ্রামের আলিম উদ্দিনেরর ছেলে উজ্জ্বল হোসেন ওরফে সেলিম (৩০), একই এলাকার আফতাব আলীর ছেলে এমদাদুল হক ওরফে হৃদয় (২৫), হেলাল উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ওরফে রনি (২০), একই উপজেলার পশ্চিম বড়াই গ্রামের মো. সিরাজের ছেলে মো. শাহীন (২২)।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১৩ এপ্রিল গ্রেফতারকৃত উজ্জ্বল ও এমদাদ দুপচাঁচিয়া উপজেলার আলোহালি পদ্মপুকুর এলাকায় সুলতান নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে দুই সহযোগি রনি ও শাহীনকেও গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার