নববর্ষ উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে সৌখিন চাবি ও পলো মৎস্য শিকারিদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পৌর এলাকার কয়েকটি সড়কে মৎস্য শিকারিদের বর্ণাঢ্য সাজে বিশাল র্যালি শেষে উপজেলা মাঠে বৈশাখী মেলার মঞ্চে এক আলোচান সভা অনুষ্ঠিত হয়।
সৌখিন চাবি ও পলো মৎস্য শিকারি সমিতির আয়োজনে এ আলোচান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র বিল্লাল শিকদার। আবেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আ. মান্নান মিয়া, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার, মৎস্য শিকারী তোফাজ্জল হোসেন, শহিদ কাউন্সিলর, নজরুল ইসলাম, বাউল আবুল সরকার, জিন্নত মেম্বার, শাহ আলম প্রমুখ।
বক্তারা বলেন, নদী ভরাট বন্ধ করতে, উন্মোক্ত জলাশয় প্রভাব শালীদের হাত থেকে উদ্ধার করতে সরকারের প্রতি আহবান জানাই। তারা আরোও বলেন, বর্তমানে চাবি ও পলো দিয়ে মৎস্য শিকার করতে দেখা যায়না। গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখতেই সৌখিন চাবি ও পলো মৎস্য শিকারিদের এই মিলনমেলা।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৮/হিমেল