কক্সবাজার কলাতলী ডায়নামিক হোটেলের একটি কক্ষ থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এসময় অপরহরণকারী ফাহিমকে গ্রেফতার করা হয়।
ফাহিম সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।
গ্রেফতার ফাহিমের বিরুদ্ধে নগরীর হালিশহর থানায় গণধর্ষণ ও অপহরণের দুটি মামলা রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) অলক বিশ্বাস।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৮/হিমেল