মাগুরা পৌরসভার ইছাখাদা এলাকায় সড়ক দুর্ঘটনায় শমসের মোল্লা (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বিকেল সাড়ে পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে। শমসের ইছাখাদা গ্রামের লতিফ মোল্লার ছেলে।
মাগুরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) রফিক বলেন, মাগুরা শহর থেকে ইছাখাদা যাওয়ার পথে ছোট ব্রিজে পৌঁছালেই পেছন থেকে একটি প্রাইভেটকার শমসের ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার