টাঙ্গাইলের দেলদুয়ার থেকে অপহৃত এক যুবককে উদ্ধার ও অপহরণকারী তিনজনকে আটক করেছে টাঙ্গাইল র্যাব। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের র্যাবের কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদর রবিউল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল দেলদুয়ার নলুয়া দক্ষিণপাড়ার জাকির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন দেলদুয়ার উপজেলার নলুয়া দক্ষিন পাড়া গ্রামের টুলু মিয়ার ছেলে শাওন (২৭), পাথরাইল পশ্চিমপাড়া (আমির বাড়ি) গ্রামের মোজাফর মিয়ার ছেলে ফেরদৌস মিয়া (১৯) ও মো. জাকির খান (৫৩)। এরা দেলদুয়ার উপজেলার ঝুনকাইল গ্রামের আরফান আলীর ছেলে দেলোয়ার হোসেনকে (২৩) অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।
অপহৃতার পিতা মো. আরফান আলী বাদী হয়ে উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দেলদুয়ার থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৮/হিমেল