পারিবারিক কলহের জেরে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন থেকে সাজেদা আক্তার রুবি (২৩) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ নবীপুর গ্রামের পান ব্যাপারী বাড়ী থেকে গৃহবধূর লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সাজেদা আক্তার রুবি ওই গ্রামের আব্দুল খালেকের মেয়ে ও একই এলাকার হাজী বাড়ীর প্রবাসী সুলতানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ওমান প্রবাসী সুলতানের সঙ্গে সাজেদা আক্তার রুবির বিয়ে হয়। তাদের সংসারে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শনিবার রুবি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ী (পান ব্যাপারী) বাড়িতে বেড়াতে আসে। পরে রাতে রুবির এলোমেলো চলাফেরা নিয়ে তার মা মিনু বেগম তাকে বকাঝকা করে। এতে ক্ষিপ্ত হয়ে পরিবারের লোকজনের অজান্তে আজ সকালের কোন একসময় তাদের ঘরের ছাঁদে গিয়ে কাঠের আড়ার সঙ্গে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে রুবি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ চৌধুরী জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার