মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১০১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ২৪০ টাকাসহ সোহাগ শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরের চাম্পাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সোহাগ ওই গ্রামের মৃত আকবর শেখের ছেলে।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, সহকারী পরিচালক নাহিদ হাসান জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় চাম্পাতলা গ্রামে অভিযান চালানো হয়। এসময় ১০১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ২৪০ টাকাসহ সোহাগকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৩ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডিপ্রতিদিন/ ই-জাহান