খাগড়াছড়িতে নিখোঁজের দুইদিন পর মো. মোশাররফ হোসেন (৩০) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় দীঘিনালার রশিকনগর বাজার এলাকার একটি পরিত্যক্ত কূপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোশাররফ হোসেন দীঘিনালার মধ্য বেতছড়ি গ্রামের মো. কুদ্দুছ খা'র ছেলে। তিনি মেরুং ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।
নিহতের ভগ্নিপতি মো. মঞ্জুরুল আলম বাবু জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সময় তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। রবিবার বিকেলের দিকে স্থানীয়রা রশিক নগর বাজার এলাকার একটি পরিত্যাক্ত গভীর কূপের পাশে রক্ত দেখতে পেয়ে দীঘিনালা পুলিশকে জানায়। পরে পুলিশ ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছুদ্দিন ভুইয়া জানান, মরদেহের মাথা ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/হিমেল