মাগুরায় আজ সোমবার থেকে দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা, নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। সকালে কালেক্টরেট চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়েছে।
মাগুরা শিশু একাডেমীর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক আজমল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা শিক্ষা অফিসার রনজিৎ কুমার মজুমদার ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহাম্মদ আল হোসেন। মেলায় ১৫টি স্টলে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের তৈরী সামগ্রী প্রদর্শন করে।
২ দিনের এ মেলায় বিভিন্ন স্কুলের ছেলে মেয়েরা নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/হিমেল