ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সেই যুবকের নাম পরিচয় জানা যায়নি।
সোমবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সড়ক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া এলাকায় সড়কের পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর