রাজশাহীর চারঘাট উপজেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্য আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার দিবাগত রাতে উপজেলার রাওথা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সেই সদস্যের নাম রনি সরকার (২০)। রনি একই গ্রামের কালাম সরকারের ছেলে।
র্যাব-৫ এর উপ-পরিচালক মেজর আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ, বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রনিকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকের সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ১৪টি সিম কার্ড, একটি মেমোরি কার্ড, দু’টি কার্ড রিডার, একটি সিপিইউ, একটি মনিটর ও প্রশ্নপ্রত্র বিক্রির নগদ ১০ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সকালে চারঘাট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আটকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর