কিশোরগঞ্জের নিকলীতে সুলতান মিয়া (৫২) নামে মাল্টিপারপাস কোম্পানির মালিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ ছাতিরচর এলাকায় তার নিজ অফিস কক্ষ থেকে বস্তায় মোড়ানো লাশ উদ্ধার করে। তিনি গুরুই পালপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
পুলিশ জানায়, সুলতান মিয়া রংধনু নামে একটি মাল্টিপারপাস কোম্পানির মালিক ছিলেন। ছাতিরচর এলাকায় কোম্পানির অফিস চালু করে কার্যক্রম পরিচালনা করতেন। কোম্পানির ব্যবস্থাপক হিজবুল্লাহর সাথে কোন কিছু নিয়ে দ্বন্দ্বের জের ধরে তিনি খুন হয়েছেন বলে পুলিশ ধারনা করছে। ঘটনার পর থেকে হিজবুল্লাহ পলাতক রয়েছেন। তার বাড়ি ছাতিরচরে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/হিমেল