সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মধ্যপাড়া এলাকায় সীমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ সকাল সাড়ে ১১ দিকে এ ঘটনা ঘটে। সীমা খাতুন সয়াধানগড়া মহল্লার খবির উদ্দিনের মেয়ে।
সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম জানান, ৭-৮ বছর আগে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী গ্রামের জলিম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাকের সাথে সীমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এ অবস্থায় পহেলা বৈশাখ উপলক্ষে সীমা তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে দাওয়াত খেতে আসে। সকালে বাবা-মা বাড়িতে বাইরে যাবার পর স্বামী রাজ্জাক তাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরুতহাল রিপোর্ট তৈরির পর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের গলায় শক্ত নখের আচর রয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার