জেলা পর্যায়ে ‘গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জিও-এনজির ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার সভাপতিত্ব করেন নেত্রকোনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুল ইসলাম।
কর্মশালায় জানানো হয়, গত মার্চ মাস পর্যন্ত জেলায় গ্রাম আদালতে ৩৩০টি দেওয়ানী ও ফৌজদারি মামলা দায়ের হয়। তার মধ্যে ১৮২টি মামলা নিষ্পত্তি হয়েছে। এছাড়া ২৮টি মামলা খারিজ হয়। বর্তমানে ১২০টি মামলা চলমান রয়েছে।
সাধারণ জনগণকে সচেতন করতে কি কি পদক্ষেপ নেয়া যায় এসকল বিষয়বস্তুর উপর আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মির্জা শাকিলা দিল হাছিনা, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক আলী আমজাদ খান, সাংবাদিক একেএম আব্দুল্লাহ, আলপনা বেগম, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম এবং জেলা সমন্বয়কারী মোঃ আব্দুস সামাদ নয়ন।
শুরুতে গ্রাম আদালতের চলমান কার্যক্রম নিয়ে ভিডিও চিত্র উপস্থাপন করেন এডিসিবির জেলা ফ্যাসিলিটেটর মোঃ আব্দুল্লাহ আল মুজাহিদ।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/হিমেল