সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা পুনর্বহালের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধাঘণ্টার এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা অংশ নেন। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা পুনর্বহালের দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/এনায়েত করিম